সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের দৃষ্টিভঙ্গি

যারা দরিদ্র

যারা দরিদ্র

ঈশ্বর কি দরিদ্রদের বিষয়ে চিন্তা করেন?

“তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হউক . . . কারণ [ঈশ্বর] বলিয়াছেন, ‘আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।’”—ইব্রীয় ১৩:৫.

যেভাবে ঈশ্বর তাঁর চিন্তা দেখান

যখন যিহোবা ঈশ্বরের একজন উপাসক সমস্যায় পড়েন, তখন ঈশ্বর হয়তো বিভিন্ন উপায়ে তার চিন্তা দেখিয়ে থাকেন। একটা উপায় হল, সহখ্রিস্টানদের মাধ্যমে প্রেমময় সমর্থন জোগানোর দ্বারা। a যাকোব ১:২৭ পদ বলে: “ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা . . . পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম্ম।”

প্রাথমিক খ্রিস্টানরা একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসত। উদাহরণস্বরূপ, যখন ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল, যিহূদিয়া প্রদেশে চরম দুর্ভিক্ষ আসতে চলেছে, তখন সিরিয়ার একটা নগর আন্তিয়খিয়ার খ্রিস্টানরা “ভ্রাতৃগণের পরিচর্য্যার জন্য তাঁহাদের কাছে সাহায্য পাঠাইতে স্থির করিলেন।” (প্রেরিত ১১:২৮-৩০) এর ফলে, তাদের অভাবী সহখ্রিস্টানরা প্রয়োজনীয় সাহায্য লাভ করেছিল। স্বেচ্ছায় দেওয়া তাদের এই দান ছিল খ্রিস্টীয় প্রেমের প্রকাশ।—১ যোহন ৩:১৮.

একজন দরিদ্র ব্যক্তি কীভাবে তার নিজের পরিস্থিতি উন্নত করতে পারে?

“আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি।”—যিশাইয় ৪৮:১৭, ১৮.

নিজের পরিস্থিতির উন্নতি করতে ঈশ্বর আমাদের সাহায্য করেন

লক্ষ লক্ষ ব্যক্তি বুঝতে পেরেছে, বাইবেলে যে-প্রজ্ঞা পাওয়া যায় তা ব্যবহারিক এবং সবচেয়ে ভালো নির্দেশনা দেয়। হিতোপদেশ ২:৬, ৭ পদ বলে: “সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরলদিগের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন।” যখন লোকেরা সেই প্রজ্ঞা খোঁজে ও কাজে লাগায়, তখন তারা উপকার পায়।

উদাহরণস্বরূপ, তারা এমন ক্ষতিকর অভ্যাসগুলো এড়িয়ে চলে, যার পিছনে প্রচুর টাকাপয়সা খরচ হয়, যেমন নেশাকর ওষুধ অথবা মদের অপব্যবহার। এ ছাড়া তারা সৎ, বিবেকবুদ্ধিসম্পন্ন এবং দায়িত্ববান হওয়ায়, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অথবা একজন কর্মচারী হিসেবে তারা বেশি যোগ্য বলে প্রমাণিত হয়। ইফিষীয় ৪:২৮ পদ বলে: “চোর আর চুরি না করুক, বরং . . . পরিশ্রম করুক, যেন দীনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে।”

বাইবেলের প্রজ্ঞা যে দরিদ্রদের সাহায্য করে, তার কি কোনো প্রমাণ আছে?

“জ্ঞানের অধীনে যারা চলে তাদের জীবনই প্রমাণ করে যে, জ্ঞান খাঁটি।”—লূক ৭:৩৫, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।

যে-ফলাফল তাদের পক্ষে প্রমাণ দেয়

ঘানা শহরে বসবাসকারী উইলসন একজন অস্থায়ী কর্মচারী ছিলেন, যার কাজের চুক্তির সময়সীমা শেষ হয়ে আসছিল। তার কাজের শেষ দিনে, তিনি যখন ম্যানেজিং ডিরেক্টরের গাড়ি পরিষ্কার করছিলেন, তখন উইলসন গাড়ির ডিকিতে টাকা পেয়েছিলেন। তার সুপারভাইজার সেই টাকাটা নিজের কাছে রেখে দিতে বলেছিলেন। কিন্তু একজন যিহোবার সাক্ষি হওয়ায়, উইলসন সেই টাকা চুরি করতে চাননি। এর পরিবর্তে, তিনি এর মালিককে তা ফিরিয়ে দিয়েছিলেন। কাজ থেকে বার করে দেওয়ার পরিবর্তে উইলসনকে স্থায়ীভাবে কাজে রাখা হয় এবং পরে উঁচু পদ দেওয়া হয়।

ইউরোপে বসবাসকরী জেরালডিন, তার চাকরি হারিয়েছিলেন, কারণ তার নিয়োগকর্ত্রী যিহোবার সাক্ষিদের পছন্দ করতেন না। কিন্তু, নিয়োগকর্ত্রীর মা বলেছিলেন যে, সে একটা বড়ো ভুল করে ফেলেছে। তিনি বলেছিলেন: “তুমি যদি এমন একজন কর্মচারী চাও, যিনি বিশ্বস্ত হবেন আর নিজের কাজকে গুরুত্বের সাথে নেবেন, তাহলে তুমি যিহোবার সাক্ষিদের চেয়ে ভালো আর কাউকে খুঁজে পাবে না।” সেই নিয়োগকর্ত্রী সাক্ষীদের সম্বন্ধে খোঁজখবর নেন, যার ফলে জেরালডিন তার কাজ ফিরে পান।

দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী সারা, যিনি একজন একক মা, তিনি খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। বাইবেল কীভাবে একে অপরের প্রতি প্রেম দেখাতে উদ্দীপিত করে তা তিনি নিজের চোখে দেখেছিলেন, যখন তার মণ্ডলীর সদস্যরা তার পরিবারকে প্রয়োজনীয় খাবার জুগিয়েছিল ও যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিল। পরে, তার মেয়েরা বলেছিল, “মণ্ডলীতে আমরা অনেক বাবা-মা পেয়েছি।”

এইরকম অনেক অভিজ্ঞতার কথা বলা যেতে পারে। এই অভিজ্ঞতাগুলো আমাদের হিতোপদেশ ১:৩৩ পদের কথা মনে করিয়ে দেয়, যা বলে, “কিন্তু যে জন আমার কথা শুনে, সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না।” এটা কতই না সত্য! ◼ (g১৩-E ০২)

a কিছু কিছু দেশে সরকার দরিদ্রদের জন্য আর্থিক সাহায্য জুগিয়ে থাকে। যেখানে এইরকম সুযোগসুবিধা থাকে না, সেখানে প্রাথমিক দায়িত্ব এসে পড়ে তার আত্মীয়স্বজনদের ওপর।—১ তীমথিয় ৫:৩, ৪, ১৬.