সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট?

সম্রাট পেঙ্গুইনের পালকের কোট

সম্রাট পেঙ্গুইনের পালকের কোট

সম্রাট পেঙ্গুইন জলের মধ্যে ক্ষিপ্র গতিতে সাঁতার কাটতে পারে এবং জলের নীচ থেকে বরফের ওপরে বিস্ময়কর গতিতে লাফ দিয়ে উঠে আসতে পারে। কীভাবে?

সম্রাট পেঙ্গুইনের পালক

বিবেচনা করুন: সম্রাট পেঙ্গুইন এর পালকের মধ্যে বায়ু আটকে রাখে। এটা এই পাখিকে কেবল তীব্র শীতের মধ্যে সুরক্ষিতই রাখে না কিন্তু সেইসঙ্গে এটা এমনিতে যে-গতিতে সাঁতার কাটতে পারত, তার চেয়ে দ্বিগুণ অথবা ত্রিগুণ গতিতে সাঁতার কাটতেও সক্ষম করে। কীভাবে? সামুদ্রিক জীববিজ্ঞানীরা মনে করে যে, এই পাখি এর পালকের মধ্যে আটকে থাকা বাতাস ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্‌বুদের আকারে বের করার মাধ্যমে তা করে থাকে। এই বুদ্‌বুদ যখন বের হয়, তখন সেগুলো পেঙ্গুইনের পালকের পৃষ্ঠের সঙ্গে জলের ঘর্ষণকে কমিয়ে দিয়ে সেই পাখিকে উত্তরোত্তর গতি বৃদ্ধি করতে সক্ষম করে।

আগ্রহজনক বিষয়টা হল, প্রকৌশলীরা এমন উপায় তৈরি করার জন্য অধ্যয়ন করে যাচ্ছে, যেন জাহাজগুলো বুদ্‌বুদ ব্যবহার করে এদের কাঠামোর পৃষ্ঠের বিপরীতে জলের ঘর্ষণকে কমিয়ে এনে আরও দ্রুত গতিতে চলতে পারে। কিন্তু, গবেষকরা স্বীকার করে যে, এই ব্যাপারে আরও অনুসন্ধান করা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কারণ “মানুষের তৈরি ছিদ্রবহুল ঝিল্লি বা জালিকার মধ্যে পেঙ্গুইনের পালকের মতো জটিল গঠন নকল করা খুবই কঠিন কাজ হবে।”

আপনি কী মনে করেন? সম্রাট পেঙ্গুইনের পালকের কোট কি ক্রমবিবর্তনের মাধ্যমে এসেছে? নাকি এটাকে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে? (g১৩-E ০৯)