সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট?

আলোকরশ্মি শোষণকারী প্রজাপতির ডানা

আলোকরশ্মি শোষণকারী প্রজাপতির ডানা

ক  য়লা ও খনিজ তৈলের মতো জ্বালানির ওপর মানুষ যাতে অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ে, সেইজন্য বিজ্ঞানীরা আলোকরশ্মি সংগ্রহকারী যন্ত্রের কার্যক্ষমতা উন্নতি করার জন্য উদ্‌গ্রীব হয়ে পড়েছে। একজন বিজ্ঞানী বলেন, ‘এই সমস্যার সমাধান আমাদের নাগালের মধ্যেই রয়েছে।’

প্রজাপতির ডানার আঁশগুলোতে মৌচাক আকৃতির ছিদ্র রয়েছে

বিবেচনা করুন: ঠান্ডার সময় নিজেকে গরম রাখার জন্য প্রজাপতি তার ডানাকে সূর্যের আলোয় মেলে ধরে। সোয়ালোটেল বর্গের কিছু কিছু প্রজাতির প্রজাপতির ডানা আলোকরশ্মি ধরে রাখা ও শোষণ করায় পারদর্শী। এই পতঙ্গের রহস্য শুধু তার ডানার গাঢ় রঞ্জক পদার্থেই নয় কিন্তু সেইসঙ্গে তার ডানায় আণুবীক্ষণিক, একটার ওপর একটা পাতলা আঁশের প্রলেপের গঠনের মধ্যে লুকিয়ে রয়েছে। এই আঁশগুলোতে সারিবদ্ধ মৌচাক আকৃতির ছিদ্র রয়েছে। সারিবদ্ধ এই ছিদ্রগুলোর মাঝে মাঝে উলটো V (শঙ্কু) আকৃতির খাঁজ রয়েছে, যেগুলো আলোকরশ্মিকে ছিদ্রগুলোর দিকে পরিচালিত করে। এই সুদক্ষ গঠনশৈলী আলোকরশ্মিকে সংগ্রহ করে, ডানাকে কুচকুচে কালো করে তোলে এবং প্রজাপতিকে উষ্ণ করে, যার ফলে তা অসাধারণভাবে কর্মক্ষম হয়ে ওঠে।

সাইন্স ডেলি পত্রিকা বলে, “প্রজাপতির ডানাকে প্রকৃতির সবচেয়ে কোমল গঠন বলে মনে করা হয়। কিন্তু, এই ডানা গবেষকদের এমন এক নতুন প্রযুক্তির যন্ত্র তৈরি করার জন্য জোরালো অনুপ্রেরণা জুগিয়েছে, যেটা জল ও সূর্যের আলো থেকে দ্বিগুণ মাত্রায় হাইড্রোজেন গ্যাস অর্থাৎ ভবিষ্যতের জন্য সবুজ জ্বালানি উৎপাদন করা সম্ভবপর করেছে।” অন্যান্য যে-ক্ষেত্রে এর গঠনকে ব্যবহার করা হয়েছে, সেগুলো হল আলোক-বিজ্ঞান সম্বন্ধীয় যন্ত্র এবং সোলার সেল।

আপনি কী মনে করেন? আলোকরশ্মি শোষণকারী প্রজাপতির ডানার গঠন কি ক্রমবিবর্তনের মাধ্যমে এসেছে? না কি এটাকে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে? ▪ (g১৪-E ০৮)