সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তিনি চান যেন আমরা সফল হই যিহোশূয়ের

তিনি চান যেন আমরা সফল হই যিহোশূয়ের

ঈশ্বরের নিকটবর্তী হোন

তিনি চান যেন আমরা সফল হই যিহোশূয়ের

পুস্তক ১:৬-৯

যত্নশীল বাবা-মা তাদের সন্তানদের সফল হতে দেখার এবং এক অর্থপূর্ণ ও পরিতৃপ্তিদায়ক জীবনযাপন করতে দেখার বিষয়ে আগ্রহী। একইভাবে, আমাদের স্বর্গীয় পিতা যিহোবাও চান যেন তাঁর পার্থিব সন্তানরা সফল হয়। তাঁর কোমল যত্নের এক অভিব্যক্তি হিসেবে তিনি আমাদের জানান যে, কীভাবে সফল হওয়া যায়। উদাহরণস্বরূপ, যিহোশূয়কে বলা তাঁর কথাগুলো বিবেচনা করুন, যা যিহোশূয়ের পুস্তক ১:৬-৯ পদে লিপিবদ্ধ রয়েছে।

ডান দিকে দেখানো পটভূমিটা কল্পনা করুন। মোশির মৃত্যুর পর, যিহোশূয় হচ্ছেন ইস্রায়েলের নতুন নেতা, যাদের সংখ্যা হচ্ছে লক্ষ লক্ষ। ইস্রায়েলীয়রা সেই দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছে, যে-দেশের বিষয়ে ঈশ্বর তাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। যিহোশূয়ের জন্য ঈশ্বরের কিছু পরামর্শ রয়েছে। যদি সেগুলো পালন করা হয়, তাহলে সেটা তাকে সফল হতে সাহায্য করবে। কিন্তু, শুধুমাত্র যিহোশূয়ের উপকারের জন্যই এই পরামর্শ দেওয়া হয়নি। এগুলো কাজে লাগিয়ে আমরাও সফল হতে পারি।—রোমীয় ১৫:৪.

যিহোবা যিহোশূয়কে সাহসী ও বলবান হতে বলেন—শুধু একবার নয় বরং তিন বার। (৬, ৭, ৯ পদ) নিশ্চিতভাবেই, সেই জাতিকে সফলভাবে প্রতিজ্ঞাত দেশে পরিচালিত করার জন্য যিহোশূয়ের সাহস ও বল প্রয়োজন হবে। কিন্তু, কীভাবে তিনি সাহসী ও বলবান হয়ে উঠতে পারেন?

যিহোশূয় অনুপ্রাণিত লেখাগুলো থেকে সাহস ও বল লাভ করতে পারেন। “আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্ব্বক পালন কর,” যিহোবা বলেন। (৭ পদ) সেই সময়ে, সম্ভবত যিহোশূয়ের কাছে বাইবেলের মাত্র কয়েকটি বই লিখিত আকারে ছিল। * কিন্তু, শুধু ঈশ্বরের বাক্য থাকাই সফল হওয়ার নিশ্চয়তা দেবে না। এটি থেকে উপকার লাভ করার জন্য যিহোশূয়ের দুটো কাজ করা প্রয়োজন।

প্রথমত, যিহোশূয়কে নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য দ্বারা তার হৃদয় পূর্ণ করতে হবে। যিহোবা বলেন: “তুমি দিবারাত্র তাহা ধ্যান কর।” (৮ পদ) মূল ভাষার শব্দের ওপর মন্তব্য করতে গিয়ে একটা তথ্যগ্রন্থ বলে: “ঈশ্বর যিহোশূয়কে তাঁর ব্যবস্থা মনে রাখার জন্য নিজে নিজে সেটি ‘বিড়বিড় করে বলার’ আদেশ দিচ্ছিলেন।” প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়া ও ধ্যান করা যিহোশূয়কে আসন্ন প্রতিদ্বন্দ্বিতাগুলো মোকাবিলা করতে সাহায্য করবে।

দ্বিতীয়ত, যিহোশূয় ঈশ্বরের বাক্য থেকে যা শেখেন, সেগুলো তাকে কাজে লাগাতে হবে। যিহোবা তাকে বলেন: ‘তম্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্ব্বক সেই সকলের অনুযায়ী কর্ম্ম করিও; কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে’ বা তুমি সফল হবে। (৮ পদ) যিহোশূয়ের সফলতা ঈশ্বরের ইচ্ছা পালন করার সঙ্গে জড়িত। এর বিপরীতটা কীভাবেই বা হতে পারে? ঈশ্বরের ইচ্ছা সবসময়ই সিদ্ধার্থ বা সফল হবে।—যিশাইয় ৫৫:১০, ১১.

যিহোশূয় যিহোবার পরামর্শে মনোযোগ দিয়েছিলেন। এর ফলে, তিনি যিহোবার একজন বিশ্বস্ত উপাসক হিসেবে এক কর্মব্যস্ত ও পরিতৃপ্তিদায়ক জীবন উপভোগ করেছিলেন।—যিহোশূয়ের পুস্তক ২৩:১৪; ২৪:১৫.

আপনিও কি যিহোশূয়ের মতো এক পরিতৃপ্তিদায়ক জীবন উপভোগ করতে চান? যিহোবা চান যেন আপনি সফল হন। কিন্তু, এর জন্য শুধু তাঁর বাক্য বাইবেল থাকাই যথেষ্ট নয়। একজন দীর্ঘদিনের বিশ্বস্ত খ্রিস্টান পরামর্শ দিয়েছিলেন: “বাইবেলকে এর ছাপানো পৃষ্ঠার মধ্যে না রেখে আপনার হৃদয়ে প্রবেশ করান।” আপনি যদি নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য দ্বারা আপনার হৃদয়কে পূর্ণ করেন এবং যা শেখেন তা আপনার জীবনে কাজে লাগান, তাহলে যিহোশূয়ের মতো ‘আপনার শুভগতি হইবে’ বা আপনি সফল হবেন। (w০৯-E ১২/০১)

[পাদটীকা]

^ যিহোশূয়ের কাছে প্রাপ্তিসাধ্য অনুপ্রাণিত লেখাগুলোর মধ্যে সম্ভবত মোশির পাঁচটি বই (আদিপুস্তক, যাত্রাপুস্তক, লেবীয় পুস্তক, গণনাপুস্তক ও দ্বিতীয় বিবরণ), ইয়োবের বই এবং গীতসংহিতার একটা বা দুটো গীত ছিল।