সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিশিষ্ট

প্রধান স্বর্গদূত মীখায়েল কে?

প্রধান স্বর্গদূত মীখায়েল কে?

মীখায়েল নামে অভিহিত আত্মিক প্রাণীর বিষয়ে বাইবেলে খুব বেশি উল্লেখ নেই। কিন্তু, যখনই তাঁর বিষয়ে উল্লেখ করা হয়, তিনি সক্রিয়ভাবে কিছু করছেন। দানিয়েল পুস্তকে মীখায়েল দুষ্ট দূতদের সঙ্গে যুদ্ধ করছেন; যিহূদার পত্রে তিনি শয়তানের সঙ্গে বাদানুবাদ করছেন; আর প্রকাশিত বাক্যে তিনি দিয়াবল ও তার মন্দদূতদের সঙ্গে যুদ্ধ করছেন। যিহোবার শাসনপদের পক্ষাবলম্বন এবং ঈশ্বরের শত্রুদের সঙ্গে লড়াই করার দ্বারা মীখায়েল তাঁর নামের অর্থ অনুযায়ী জীবনযাপন করেন, যেটা হচ্ছে “কে ঈশ্বরের তুল্য?” কিন্তু এই মীখায়েল কে?

মাঝে মাঝে ব্যক্তিবিশেষরা একাধিক নামে পরিচিত হয়ে থাকেন। উদাহরণ স্বরূপ, কুলপতি যাকোবও ইস্রায়েল নামে এবং প্রেরিত পিতর, শিমোন নামে পরিচিত। (আদিপুস্তক ৪৯:১, ২; মথি ১০:২) একইভাবে, বাইবেল ইঙ্গিত করে যে, মীখায়েল হচ্ছে যিশু খ্রিস্টের আরেকটা নাম, পৃথিবীতে তাঁর জীবনকালের আগে ও পরে। এই উপসংহারে আসার পিছনে আসুন আমরা শাস্ত্রীয় কারণগুলো বিবেচনা করে দেখি।

প্রধান স্বর্গদূত। ঈশ্বরের বাক্য মীখায়েলকে “প্রধান স্বর্গদূত” হিসেবে উল্লেখ করে। (যিহূদা ৯) বাইবেলে “প্রধান স্বর্গদূত” শব্দটা শুধুমাত্র একবচনে দেখা যায়, কখনোই বহুবচনে নয়। অধিকন্তু, যিশু প্রধান স্বর্গদূতের পদমর্যাদার সঙ্গে সম্পর্কযুক্ত। পুনরুত্থিত যিশু খ্রিস্ট সম্বন্ধে ১ থিষলনীকীয় ৪:১৬ পদ বলে: “প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ . . . স্বর্গ হইতে নামিয়া আসিবেন।” এভাবে, যিশুর রবকে প্রধান স্বর্গদূতের রব হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই, এই শাস্ত্রপদ ইঙ্গিত করে যে, স্বয়ং যিশুই হলেন প্রধান স্বর্গদূত মীখায়েল।

সেনাপতি। বাইবেল বলে যে, ‘মীখায়েল ও তাঁহার দূতগণ ঐ নাগ ও তাহার দূতগণের সহিত যুদ্ধ করিতে লাগিলেন।’ (প্রকাশিত বাক্য ১২:৭) তাই, মীখায়েল হচ্ছেন এক বিশ্বস্ত দূতবাহিনীর সেনাপতি। সেইসঙ্গে প্রকাশিত বাক্য যিশুকে এক বিশ্বস্ত দূতবাহিনীর নেতা হিসেবেও বর্ণনা করে। (প্রকাশিত বাক্য ১৯:১৪-১৬) আর প্রেরিত পৌল নির্দিষ্টভাবে “প্রভু যীশু” ও ‘তাঁহার পরাক্রমের দূতগণের’ বিষয় উল্লেখ করেন। (২ থিষলনীকীয় ১:৭, ৮) তাই, বাইবেল মীখায়েল ও “তাঁহার দূতগণ” এবং যিশু ও ‘আপন দূতগণ’ উভয়ই উল্লেখ করে। (মথি ১৩:৪১; ১৬:২৭; ২৪:৩১; ১ পিতর ৩:২২) যেহেতু ঈশ্বরের বাক্য কোথাও ইঙ্গিত করে না যে, স্বর্গে বিশ্বস্ত দূতদের দুটো বাহিনী রয়েছে—একটা মীখায়েলের নেতৃত্বে এবং অন্যটা যিশুর নেতৃত্বে—তাই এই উপসংহারে আসা যুক্তিযুক্ত যে, মীখায়েল স্বর্গীয় ভূমিকায় যিশু খ্রিস্ট ছাড়া অন্য আর কেউ নন। *

^ অনু. 1 মীখায়েল নামটা যে ঈশ্বরের পুত্রের প্রতি প্রযোজ্য, সেই বিষয়ে আরও তথ্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের দ্বিতীয় খণ্ডের ৩৯৩-৩৯৪ পৃষ্ঠায় পাওয়া যায়।