সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদ বিষয় | যে-মিথ্যাগুলো ঈশ্বরকে একজন নিষ্ঠুর ব্যক্তি হিসেবে তুলে ধরে

মিথ্যা: ঈশ্বর হলেন রহস্যময়

মিথ্যা: ঈশ্বর হলেন রহস্যময়

প্রচলিত বিশ্বাস

খ্রিস্টান ধর্মের মধ্যে “রোমান ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্স এবং প্রোটেস্ট্যান্ট, এই তিনটা প্রধান গোত্র বিশ্বাস করে যে, এক ঈশ্বরে তিন ব্যক্তি: পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা (বা, পবিত্র শক্তি) ঈশ্বর। খ্রিস্টান ধর্মতত্ত্ব অনুযায়ী, এর অর্থ এই নয় যে, তিন জন আলাদা ঈশ্বরে বিশ্বাস করা হয়, বরং এই তিন ব্যক্তি মিলে একজন ঈশ্বর।”—দ্যা নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

বাইবেলের সত্য

যিশু কখনোই বলেননি যে, তিনি ও তাঁর পিতা সমান বা তাঁরা দুই জন মিলে এক জন ব্যক্তি। বরং তিনি বলেছিলেন: “আমি পিতার কাছে যাচ্ছি, কারণ পিতা আমার চেয়ে মহান।” (যোহন ১৪:২৮) তিনি এও বলেছিলেন: “যিনি আমার পিতা এবং তোমাদের পিতা এবং যিনি আমার ঈশ্বর এবং তোমাদের ঈশ্বর, তাঁর কাছে আমি যাচ্ছি।”—যোহন ২০:১৭.

এ ছাড়া, পবিত্র শক্তি সম্বন্ধে কী বলা যায়? এটা কি কোনো ব্যক্তি? বাইবেল বলে, ১ম শতাব্দীর খ্রিস্টানরা ‘পবিত্র শক্তিতে পূর্ণ হয়েছিলেন’ এবং যিহোবা ঈশ্বর বলেছিলেন: “আমি সমস্ত ধরনের ব্যক্তির উপর আমার পবিত্র শক্তি বর্ষণ করব।” (প্রেরিত ২:১-৪, ১৭) তাই, পবিত্র শক্তি কোনো ব্যক্তি বা ঈশ্বর নয় বরং এটা হল ঈশ্বরের সক্রিয় শক্তি।

সত্য জানা যেভাবে সাহায্য করে

কার্ল রানা এবং হারবার্ট ফরগ্রিমলার নামের দু-জন ক্যাথলিক বিশেষজ্ঞ বলেছিলেন যে, ঈশ্বর ত্রিত্ব সম্বন্ধে “প্রকাশ না করলে এটা বোঝা সম্ভব নয় আর যদি প্রকাশ করাও হয় তবুও সেটা পুরোপুরিভাবে বোঝা যাবে না।” একটু ভেবে দেখুন। কোনো ব্যক্তিকে যদি ভালোভাবে জানা এবং বোঝা না-ই যায়, তা হলে তাকে কি ভালোবাসা সম্ভব? আসলে ত্রিত্বের শিক্ষা ঈশ্বরকে ভালোভাবে জানতে এবং তাঁকে ভালোবাসতে আমাদের বাধা দেয়।

এই পত্রিকার শুরুর প্রবন্ধে বলা মার্কোর কথায় ফিরে আসি। ত্রিত্বের শিক্ষার কারণে তার পক্ষে ঈশ্বরকে জানা কঠিন হয়ে উঠেছিল। তিনি বলেন, “আমার মনে হত যে, ঈশ্বর আমার কাছে তাঁর পরিচয় গোপন করছিলেন আর এভাবে তিনি আরও দূরের কেউ, রহস্যময় এবং নাগালের বাইরে থাকা একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন।” কিন্তু বাইবেল বলে যে, ঈশ্বর “আসলে আমাদের কারো কাছ থেকে দূরে নন।” (প্রেরিত ১৭:২৭) তাই, ঈশ্বর আমাদের কাছে তাঁর পরিচয় গোপন করেন এমন নয়, বরং তিনি নিজেই চান যেন আমরা তাঁকে জানি। যিশু বলেছিলেন: “আমরা জানি, আমরা কার উপাসনা করছি।”—যোহন ৪:২২.

মার্কো বলেছিলেন, “আমি যখন থেকে জানতে পারি যে ঈশ্বর কোনো ত্রিত্বের অংশ নন, তখন থেকে আমি তাঁকে একজন বন্ধু হিসেবে দেখতে শুরু করতে পেরেছি।” মার্কোর মতো আমরাও ঈশ্বরকে ভালোবাসতে এবং তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করতে পারব, যদি আমরা তাঁকে একজন বন্ধুর মতো দেখি, কোনো রহস্যময় ঈশ্বর হিসেবে নয়। এ ছাড়া, আমরা যদি ঈশ্বরকে ভালোভাবে না জানি, তা হলে আমাদের পক্ষে শুধু তাঁকেই নয় বরং অন্য কাউকেই পুরোপুরিভাবে ভালোবাসা সম্ভব নয়। কারণ বাইবেল বলে: “যে-কেউ প্রেম দেখায় না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম।”—১ যোহন ৪:৮.