সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রেরিতদের কার্যবিবরণ

অধ্যায়

বিষয়বস্তুর আউটলাইন

    • থিয়ফিলের উদ্দেশে (১-৫)

    • পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষ্য দেবে (৬-৮)

    • যিশু স্বর্গে উঠে যান (৯-১১)

    • শিষ্যেরা একত্রে মিলিত হন (১২-১৪)

    • যিহূদার পরিবর্তে মত্তথিয়কে মনোনীত করা হয় (১৫-২৬)

    • পঞ্চাশত্তমীর দিনে পবিত্র শক্তি বর্ষণ করা হয় (১-১৩)

    • পিতরের বক্তৃতা (১৪-৩৬)

    • অনেক লোক পিতরের বক্তৃতা শুনে সাড়া দেয় (৩৭-৪১)

      • ৩,০০০ জন ব্যক্তি বাপ্তিস্ম নেয় (৪১)

    • খ্রিস্টীয় সহভাগিতা (৪২-৪৭)

    • পিতর একজন ভিক্ষুককে সুস্থ করেন, যে খোঁড়া ছিল (১-১০)

    • দু-দিকে স্তম্ভবিশিষ্ট শলোমনের বারান্দায় পিতরের বক্তৃতা (১১-২৬)

      • ‘সমস্ত বিষয়ের পুনর্স্থাপন’ (২১)

      • মোশির মতো একজন ভাববাদী (২২)

    • পিতর ও যোহনকে গ্রেপ্তার করা হয় (১-৪)

      • যারা বিশ্বাস করল, তাদের মধ্যে ৫,০০০ জন পুরুষ ছিল ()

    • মহাসভার সামনে বিচার (৫-২২)

      • ‘আমরা না বলে থাকতে পারি না’ (২০)

    • সাহস চেয়ে প্রার্থনা করা (২৩-৩১)

    • শিষ্যেরা বিষয়সম্পত্তি ভাগ করে নেয় (৩২-৩৭)

    • অননিয় ও সাফীরা (১-১১)

    • প্রেরিতেরা বিভিন্ন অলৌকিক কাজ করেন (১২-১৬)

    • কারাগারে নিয়ে যাওয়া হয় এবং পরে মুক্ত করা হয় (১৭-২১ক)

    • আবারও মহাসভার সামনে নিয়ে আসা হয় (২১খ-৩২)

      • ‘মানুষের প্রতি নয়, বরং ঈশ্বরের প্রতিই বাধ্য হতে হবে’ (২৯)

    • গমলীয়েলের উপদেশ (৩৩-৪০)

    • ঘরে ঘরে গিয়ে প্রচার (৪১, ৪২)

    • সাত জন পুরুষকে সাহায্যকারী হিসেবে বেছে নেওয়া হয় (১-৭)

    • স্তিফানের বিরুদ্ধে নিন্দা করার অভিযোগ আনা হয় (৮-১৫)

    • মহাসভার সামনে স্তিফানের বক্তৃতা (১-৫৩)

      • কুলপতিদের যুগ (২-১৬)

      • মোশির নেতৃত্ব; ইজরায়েলীয়দের প্রতিমাপূজা (১৭-৪৩)

      • ঈশ্বর মানুষের হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না (৪৪-৫০)

    • স্তিফানকে পাথর মারা (৫৪-৬০)

    • তাড়নাকারী শৌল (১-৩)

    • শমরিয়ায় ফিলিপের কার্যকরী প্রচার (৪-১৩)

    • পিতর ও যোহনকে শমরিয়ায় পাঠানো হয় (১৪-১৭)

    • শিমোন পবিত্র শক্তি কেনার চেষ্টা করে (১৮-২৫)

    • ইথিওপিয়ার একজন নপুংসক (২৬-৪০)

    • দামেস্কের দিকে যাওয়ার রাস্তায় শৌল (১-৯)

    • শৌলকে সাহায্য করার জন্য অননিয়কে পাঠানো হয় (১০-১৯ক)

    • শৌল দামেস্কে যিশুর বিষয়ে প্রচার করেন (১৯খ-২৫)

    • শৌল জেরুসালেমে যান (২৬-৩১)

    • পিতর ঐনিয়কে সুস্থ করেন (৩২-৩৫)

    • দর্কাকে পুনরুত্থিত করা হয়, যিনি উদার ছিলেন (৩৬-৪৩)

  • ১০

    • কর্ণীলিয় দর্শন দেখেন (১-৮)

    • পিতর ঈশ্বরের দ্বারা শুচিকৃত পশুপাখির বিষয়ে দর্শন দেখেন (৯-১৬)

    • পিতর কর্ণীলিয়ের সঙ্গে দেখা করতে যান (১৭-৩৩)

    • পিতর ন-যিহুদিদের কাছে সুসমাচার প্রচার করেন (৩৪-৪৩)

      • “ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না” (৩৪, ৩৫)

    • ন-যিহুদি ব্যক্তিরা পবিত্র শক্তি লাভ করে এবং বাপ্তিস্ম নেয় (৪৪-৪৮)

  • ১১

    • পিতর প্রেরিতদের খবরাখবর জানান (১-১৮)

    • বার্ণবা ও শৌল সিরিয়ার আন্তিয়খিয়ায় (১৯-২৬)

      • শিষ্যদের প্রথম খ্রিস্টান বলে ডাকা হয় (২৬)

    • আগাব দুর্ভিক্ষ সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেন (২৭-৩০)

  • ১২

    • যাকোবকে হত্যা করা হয়; পিতরকে কারাগারে ঢোকানো হয় (১-৫)

    • পিতরকে অলৌকিকভাবে মুক্ত করা হয় (৬-১৯)

    • একজন স্বর্গদূত হেরোদকে আঘাত করেন (২০-২৫)

  • ১৩

    • বার্ণবা ও শৌলকে মিশনারি হিসেবে পাঠানো হয় (১-৩)

    • সাইপ্রাসে প্রচার (৪-১২)

    • পিষিদিয়ার আন্তিয়খিয়ায় পৌলের বক্তৃতা (১৩-৪১)

    • ন-যিহুদিদের কাছে প্রচার করতে যাওয়ার বিষয়ে ভবিষ্যদ্‌বাণী (৪২-৫২)

  • ১৪

    • ইকনিয়ে বৃদ্ধি ও বিরোধিতা (১-৭)

    • লুস্ত্রায় দেবতা বলে মনে করা (৮-১৮)

    • পৌলকে পাথর মারা সত্ত্বেও তিনি বেঁচে যান (১৯, ২০)

    • মণ্ডলীগুলোর শক্তি জোগানো (২১-২৩)

    • সিরিয়ার আন্তিয়খিয়ায় ফিরে যাওয়া (২৪-২৮)

  • ১৫

    • আন্তিয়খিয়ায় ত্বকচ্ছেদ নিয়ে তর্কবিতর্ক (১, ২)

    • ত্বকচ্ছেদের বিষয়টা জেরুসালেমে পৌঁছায় (৩-৫)

    • প্রাচীনেরা ও প্রেরিতেরা একত্রিত হন (৬-২১)

    • পরিচালকগোষ্ঠীর কাছ থেকে চিঠি (২২-২৯)

      • রক্ত থেকে পৃথক থাকো (২৮, ২৯)

    • মণ্ডলীগুলো চিঠির মাধ্যমে উৎসাহ লাভ করে (৩০-৩৫)

    • পৌল ও বার্ণবা আলাদা আলাদা জায়গায় চলে যান (৩৬-৪১)

  • ১৬

    • পৌল তীমথিয়কে বেছে নেন (১-৫)

    • ম্যাসিডোনিয়ার একজন ব্যক্তির বিষয়ে দর্শন (৬-১০)

    • ফিলিপীতে লুদিয়া একজন খ্রিস্টান হন (১১-১৫)

    • পৌল ও সীলকে কারাগারে ঢোকানো হয় (১৬-২৪)

    • কারারক্ষী এবং তার পরিবার ও পরিজন বাপ্তিস্ম নেয় (২৫-৩৪)

    • পৌল চান যেন কর্মকর্তারা এসে ক্ষমা চান (৩৫-৪০)

  • ১৭

    • পৌল ও সীল থিষলনীকীতে (১-৯)

    • পৌল ও সীল বিরয়াতে (১০-১৫)

    • পৌল এথেন্সে (১৬-২২ক)

    • আরেয়পাগে পৌলের বক্তৃতা (২২খ-৩৪)

  • ১৮

    • করিন্থে পৌলের প্রচার কাজ (১-১৭)

    • সিরিয়ার আন্তিয়খিয়ায় ফিরে যাওয়া (১৮-২২)

    • পৌল গালাতিয়া ও ফরুগিয়ার উদ্দেশে যান (২৩)

    • আপল্লো সাহায্য লাভ করেন, যিনি একজন সুবক্তা ছিলেন (২৪-২৮)

  • ১৯

    • পৌল ইফিষে; কেউ কেউ পুনরায় বাপ্তিস্ম নেয় (১-৭)

    • পৌলের শিক্ষা দেওয়ার কাজ (৮-১০)

    • মন্দ স্বর্গদূতদের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো ছেয়ে থাকা সত্ত্বেও পৌলের কাজের ভালো ফলাফল (১১-২০)

    • ইফিষে দাঙ্গা (২১-৪১)

  • ২০

    • পৌল ম্যাসিডোনিয়ায় ও গ্রিসে (১-৬)

    • ত্রোয়াতে উতুখকে পুনরুত্থিত করা হয় (৭-১২)

    • ত্রোয়া থেকে মিলীতে (১৩-১৬)

    • পৌল ইফিষের প্রাচীনদের সঙ্গে দেখা করেন (১৭-৩৮)

      • ঘরে ঘরে শিক্ষা দেওয়া (২০)

      • “দেওয়ার মধ্যে আরও বেশি সুখ” (৩৫)

  • ২১

    • জেরুসালেমে যাওয়ার পথে (১-১৪)

    • জেরুসালেমে পৌঁছানো (১৫-১৯)

    • পৌল প্রাচীনদের পরামর্শ অনুযায়ী কাজ করেন (২০-২৬)

    • মন্দিরে দাঙ্গা; পৌলকে গ্রেপ্তার করা হয় (২৭-৩৬)

    • পৌলকে জনতার উদ্দেশে কথা বলার অনুমতি দেওয়া হয় (৩৭-৪০)

  • ২২

    • পৌল জনতার সামনে আত্মপক্ষ সমর্থন করেন (১-২১)

    • পৌল তার রোমীয় নাগরিকত্ব ব্যবহার করেন (২২-২৯)

    • মহাসভা একত্রিত হয় (৩০)

  • ২৩

    • পৌল মহাসভার সামনে কথা বলেন (১-১০)

    • পৌল প্রভু যিশুর দ্বারা শক্তি লাভ করেন (১১)

    • পৌলকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় (১২-২২)

    • পৌলকে কৈসরিয়ায় পাঠানো হয় (২৩-৩৫)

  • ২৪

    • পৌলের বিরুদ্ধে অভিযোগ (১-৯)

    • ফীলিক্সের সামনে পৌলের আত্মপক্ষ সমর্থন (১০-২১)

    • পৌলের মামলা দু-বছর ধরে স্থগিত রাখা হয় (২২-২৭)

  • ২৫

    • ফীষ্টের সামনে পৌলের বিচার (১-১২)

      • “আমি কৈসরের কাছে আপিল করছি!” (১১)

    • রাজা আগ্রিপ্পের সঙ্গে ফীষ্ট পরামর্শ করেন (১৩-২২)

    • আগ্রিপ্পের সামনে পৌল (২৩-২৭)

  • ২৬

    • আগ্রিপ্পের সামনে পৌলের আত্মপক্ষ সমর্থন (১-১১)

    • পৌল ব্যাখ্যা করেন যে, তিনি কীভাবে খ্রিস্টান হয়েছেন (১২-২৩)

    • ফীষ্ট ও আগ্রিপ্পের বক্তব্য (২৪-৩২)

  • ২৭

    • পৌল জাহাজে করে রোমের উদ্দেশে রওনা হন (১-১২)

    • ঝড়ের কবলে জাহাজ (১৩-৩৮)

    • জাহাজ ভেঙে যায় (৩৯-৪৪)

  • ২৮

    • মাল্টা দ্বীপের তীরে (১-৬)

    • পুব্লিয়ের বাবাকে সুস্থ করা হয় (৭-১০)

    • রোমের উদ্দেশে রওনা হওয়া (১১-১৬)

    • পৌল রোমের যিহুদিদের উদ্দেশে কথা বলেন (১৭-২৯)

    • পৌল দু-বছর ধরে সাহসের সঙ্গে প্রচার করেন (৩০, ৩১)