সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তীমথিয়ের প্রতি প্রথম চিঠি

অধ্যায়

বিষয়বস্তুর আউটলাইন

    • শুভেচ্ছা (১, ২)

    • মিথ্যা শিক্ষকদের বিরুদ্ধে সাবধানবাণী (৩-১১)

    • পৌলের প্রতি দেখানো মহাদয়া (১২-১৬)

    • অনন্তকালীন রাজা (১৭)

    • ‘উত্তম যুদ্ধ চালিয়ে যাও’ (১৮-২০)

    • সমস্ত ধরনের মানুষের জন্য প্রার্থনা (১-৭)

      • ঈশ্বর এক জন, মধ্যস্থতাকারী এক জন ()

      • সকলের জন্য সমরূপ মুক্তির মূল্য ()

    • পুরুষ ও নারীদের প্রতি নির্দেশনা (৮-১৫)

      • মার্জিতভাবে পোশাক-আশাক পরা (৯, ১০)

    • অধ্যক্ষদের জন্য যোগ্যতা (১-৭)

    • পরিচারক দাসদের জন্য যোগ্যতা (৮-১৩)

    • ঈশ্বরের প্রতি ভক্তির পবিত্র রহস্য (১৪-১৬)

    • মন্দ স্বর্গদূতদের শিক্ষার বিরুদ্ধে সাবধানবাণী (১-৫)

    • যেভাবে খ্রিস্টের একজন উত্তম সেবক হওয়া যায় (৬-১০)

      • শরীরচর্চা বনাম ঈশ্বরের প্রতি ভক্তি ()

    • তোমার শিক্ষার বিষয়ে সাবধান থাকো (১১-১৬)

    • যুবক-যুবতীদের ও বয়স্কদের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত (১, ২)

    • বিধবাদের সাহায্য করা (৩-১৬)

      • নিজ পরিবারের ভরণ-পোষণ জোগানো ()

    • কঠোর পরিশ্রমী প্রাচীনদের সমাদর করো (১৭-২৫)

      • ‘তোমার পেটের জন্য একটু দ্রাক্ষারস’ (২৩)

    • দাসেরা যেন তাদের প্রভুদের সমাদর করে (১, ২)

    • মিথ্যা শিক্ষকেরা এবং টাকাপয়সার প্রতি ভালোবাসা (৩-১০)

    • ঈশ্বরের লোকের প্রতি নির্দেশনা (১১-১৬)

    • উত্তম কাজে উপচে পড়ো (১৭-১৯)

    • তোমাকে আস্থা সহকারে যা দেওয়া হয়েছে, তা রক্ষা করো (২০, ২১)