সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১১

সৃষ্টি যিহোবার গৌরব করে

সৃষ্টি যিহোবার গৌরব করে

(গীতসংহিতা ১৯)

  1. ১. এই নি-খিল-বি-শ্ব যাঃ-য়ের হা-তের কাজ।

    তাঁর প্র-জ্ঞা ক-রে সব জায়-গায় বি-রাজ।

    নিঃ-শব্‌-দে সৃষ্‌-টি তাঁ-কে দেয় গৌ-রব।

    তাই, তাঁর ম-হি-মা ক-রি অ-নু-ভব।

    নিঃ-শব্‌-দে সৃষ্‌-টি তাঁ-কে দেয় গৌ-রব।

    তাই, তাঁর ম-হি-মা ক-রি অ-নু-ভব।

  2. ২. প্র-কৃ-ত প্র-জ্ঞা কো-থায় শু-রু হয়?

    তো-মার-ই প্র-তি শ্র-দ্ধা স-হ ভয়।

    তো-মার-ই জ্ঞান যে মূ-ল্য-বান প্র-চুর!

    তা খাঁ-টি ম-ধুর চে-য়ে-ও ম-ধুর।

    তো-মার-ই জ্ঞান যে মূ-ল্য-বান প্র-চুর!

    তা খাঁ-টি ম-ধুর চে-য়ে-ও ম-ধুর।

  3. ৩. এই জী-বন বৃ-থা নয় জান-লে তো-মায়।

    বাঁচ-বে যে প্রাণ চল-লে তো-মার ক-থায়।

    অ-পূর-ব সু-যোগ পাই আর পাই সম্‌-মান

    ক-রি য-খন প-বি-ত্র তো-মার নাম!

    অ-পূর-ব সু-যোগ পাই আর পাই সম্‌-মান

    ক-রি য-খন প-বি-ত্র তো-মার নাম!