সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রাকৃতিক দুর্যোগগুলো—ঈশ্বর যে নিষ্ঠুর, সেটার কি প্রমাণ?

প্রাকৃতিক দুর্যোগগুলো—ঈশ্বর যে নিষ্ঠুর, সেটার কি প্রমাণ?

আপনি হয়তো যা শুনে থাকেন: “ঈশ্বর জগৎকে শাসন করেন, তাই তিনি প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটিয়ে থাকেন; সেইজন্য, তিনি অবশ্যই নিষ্ঠুর।”

বাইবেল যা বলে: “সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে।” (১ যোহন ৫:১৯) কে “সেই পাপাত্মা”? বাইবেল তাকে শয়তান বলে শনাক্ত করে। (মথি ১৩:১৯; মার্ক ৪:১৫) এটা কি অবিশ্বাস্য? এই বিষয়ে চিন্তা করুন: পৃথিবীর ওপর শয়তানের যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে সে মানুষদেরকে তার মতো স্বার্থপর, লোভী ও অদূরদর্শী হওয়ার জন্য প্রভাবিত করে। এই বিষয়টা কি এটা ব্যাখ্যা করতে সাহায্য করে না যে, কেন মানুষ পৃথিবীতে তার নিজ পরিবেশকে এত খারাপভাবে ব্যবহার করে? অনেক বিশেষজ্ঞ সাবধান করে যে, পরিবেশকে খারাপভাবে ব্যবহার করা হয়তো প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণ হতে পারে, তা সেগুলোকে ঘটানোর, মারাত্মক করার অথবা সেগুলোর কাছে মানব সমাজকে আরও দুর্বল করার মাধ্যমে, যাই হোক না কেন।

তাহলে কেন ঈশ্বর শয়তানকে এত প্রভাব বিস্তার করার অনুমতি দিয়েছেন? এর উত্তর পাওয়ার জন্য মানব ইতিহাসের শুরুতে যেতে হবে, যখন আমাদের প্রথম পিতামাতা, শাসক হিসেবে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সেই সময় থেকে মানবজাতির অধিকাংশ, সেই একই পথ অনুসরণ করেছে। সেই বাছাইয়ের কারণে—ঈশ্বরের শাসনকে প্রত্যাখ্যান করা—মানবজগৎ ঈশ্বরের শত্রুর অর্থাৎ শয়তানের হাতে চলে গিয়েছে। তাই যিশু শয়তানকে “জগতের অধিপতি” বলে সম্বোধন করেছিলেন। (যোহন ১৪:৩০) শয়তান কি চিরকাল শাসন করবে? না!

যিহোবা * শয়তানের দ্বারা ঘটানো দুঃখকষ্টের ব্যাপারে উদাসীন নন। বস্তুত, মানুষের কষ্টভোগ ঈশ্বরকে গভীরভাবে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, ইস্রায়েল জাতি যে-কঠিন পরিস্থিতি ভোগ করেছিল, সেই সম্বন্ধে বাইবেল ঈশ্বরের বিষয়ে বলে: “তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন।” (যিশাইয় ৬৩:৯) ঈশ্বর করুণার সঙ্গে, শয়তানের নিষ্ঠুর শাসনের শেষ নিয়ে আসার ব্যবস্থা করেছেন আর তিনি শীঘ্র তা নিয়ে আসবেন! তিনি তাঁর পুত্র, যিশু খ্রিস্টকে চিরকালের জন্য ন্যায়পরায়ণ ও ধার্মিক রাজা হওয়ার জন্য নিযুক্ত করেছেন।

আপনি যেভাবে এতে জড়িত: যদিও শয়তানের শাসন লোকেদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু যিশুর শাসন তা করবে। প্রচণ্ড ঝড়ের হাত থেকে তাঁর শিষ্যদের রক্ষা করার জন্য যিশু একবার পদক্ষেপ নিয়েছিলেন। বাইবেলের বিবরণ জানায়: “তিনি . . . বাতাসকে ধমক্‌ দিলেন, ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও; তাহাতে বাতাস থামিল, এবং মহাশান্তি হইল।” শিষ্যরা বলেছিল: “ইনি তবে কে যে, বায়ু এবং সমুদ্রও ইহাঁর আজ্ঞা মানে?” (মার্ক ৪:৩৭-৪১) এই ঘটনা আমাদেরকে আস্থা প্রদান করে যে, রাজা হিসেবে তাঁর শাসনকালে যিশু সমস্ত বাধ্য মানবজাতিকে রক্ষা করবেন।—দানিয়েল ৭:১৩, ১৪. (w১৩-E ০৫/০১)

^ বাইবেল প্রকাশ করে যে, যিহোবা হল ঈশ্বরের নাম।